সর্বশেষ

বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

F3cff1ed 093f 4083 b1c8 6d0b68d9104a

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে দুবাই থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ শুল্কফাঁকির সিগারেট ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে কাস্টমস, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-148 এ চট্টগ্রামে পৌঁছান ওই দুই যাত্রী।

কাস্টমস সূত্র জানায়, যাত্রী মো. ফখরুল ইসলাম (পাসপোর্ট নং A02066261) ও যাত্রী মো. আশরাফুল ইসলাম (পাসপোর্ট নং A00519130)–এর লাগেজ তল্লাশির সময় ১৯৯ কার্টন বিদেশি সিগারেট ও ২৫০ পিস আমদানি নিষিদ্ধ ‘গৌরী ক্রিম’ উদ্ধার করা হয়। এসব সামগ্রী আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ বা শুল্কফাঁকির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

জব্দকৃত সিগারেটের শুল্কমূল্য হিসেবে সরকার প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা রাজস্ব বাঁচাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা মালামাল ডিএম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

অভিযান পরিচালনাকারীরা জানান, নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরে শুল্ক ফাঁকি ও নিষিদ্ধ পণ্য আনার বিরোধে এসব অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। দেশের রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup