মধ্যপ্রাচ্য রুটের বিমানের আকাশচুম্বী মূল্য না কমালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস ঘেরাও করার হুঙ্কার দিয়েছে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ। শনিবার (৮-জানুয়ারি) মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন রুটে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতিয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই হুশিয়ারি দেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
মানববন্ধনে নেছার উদ্দিন বলেন, যাত্রী বেশি এমন তুচ্ছ অজুহাতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ভাড়া প্রায় তিন গুন বাড়িয়ে দিয়েছে দেশি বিদেশী এয়ারলাইন্সগুলো; এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক।তাই আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ নস্যাৎ করতেই বিমান ভাড়া বৃদ্ধি ও অব্যবস্থাপনা।
কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, আমরা মনে করি কিছু দেশি-বিদেশি অসাধু ব্যবসায়ী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগসাজশে এই অবস্থা তৈরি হয়েছে, তাই এই অবস্থা কোনভাবেই বরদাস্ত করা হবে না। অবিলম্বে বিমানের বর্ধিত ভাড়া প্রত্যাহার করা না হলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
তিনি আরো বলেন, এই ভাড়া নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় মনিটরিং করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই নিউইয়র্ক যেতে ২৩ঘন্টা ভাড়া ৬৫ হাজার আর রিয়াদ যেতে ৬ ঘন্টায় ভাড়া ৮০/৯০ হাজার এটা কেমন মগের মুল্লুক? তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ বলেন, ম্যান্ডেটবিহীন সরকারের সকল ক্ষেত্রে অব্যবস্থাপনা, তারই ধারাবাহিকতায় বিমানের চরম অব্যবস্থাপনা চলছে। তাই সকল ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইসলামই একমাত্র কার্যকর পন্থা।
এ সময় বক্তারা তাদের আলোচনায় সরকারের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, করোনাকালিন সময়ে দেশের অর্থনীতির চাকা প্রবাসীরা সচল রাখলেও প্রবাসীদের প্রতি সরকারের কোনো দৃষ্টি নেই। বিমানের এমন লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে রেমিট্যান্সে ব্যাপক নেতিবাচক প্রভাব পরবে বলেও আশঙ্কা করেন নেতারা।
এ সময় বক্তারা প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি প্রসঙ্গে বলেন, আমাদের রেমিট্যান্স যোদ্ধারা বিদেশে শত কষ্ট করে দেশে রেমিট্যান্স পাঠালেও তারা যখন দেশে ফেরেন, তখন এয়ারপোর্টে তাদের সাথে কুলিদের মত আচরণ করা হয়, যা খুবই নিন্দনীয়। প্রবাসীদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের আরো কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী জানান তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post