সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। ইতিমধ্যেই দেশটির ইতিহাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড করেছে। গতকাল একদিনেই নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪১৩ জন। যা দেশটিতে করোনা শুরুর পর দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে আগামী ৯ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও কুয়েতে প্রবেশের ক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগের করোনা নেগেটিভ সনদের সময় বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বৈঠকে জমা হওয়া বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। ৫০ বছরের বেশি বয়সী স্থানীয় ও প্রবাসীরা যে কেউ নিবন্ধন ছাড়াই বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। ১৬ থেকে ৫০ বছর বয়সীদের নিবন্ধন করে বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।
এদিকে দেশটিতে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (৭ জানুয়ারি) থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। তবে, দেশটিতে এখনো সবকিছু স্থিতিশীল রয়েছে।
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৭ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে কুয়েতের মসজিদ খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সংক্রমণ এড়াতে আবারও শারীরিক দূরত্বের পাশাপাশি মুসল্লিদের ব্যক্তিগত জায়নামাজ ও মাস্ক পরিধান করে মসজিদে আসতে বলা হয়েছে। পাশাপাশি ১৫ মিনিটে জুমার খুতবা শেষ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post