কাজাখস্তানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট। গত কয়েকদিন ধরে চলা আন্দোলনে বিপর্য়স্ত হয়ে পড়েছে মধ্য এশিয়ার দেশটি। টিভিতে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট কাশেম-জোমার্ট তোকায়েভ হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের নির্মূল করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ত্রাস বিরোধী অপারেশন চালানোর নির্দেশ দিয়েছেন তোকায়েভ। প্রায় এক সপ্তাহ ধরে চলা আন্দোলনে অনেক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন সাধারণ জনগণ ও পুলিশ। তিন দশক আগে স্বাধীনতা অর্জন করে কাজাখস্তান। স্বাধীনতা পাওয়ার পর দেশটিতে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।
শুক্রবার নতুন করে সবচেয়ে বড় শহর আলমাতিতে গোলাগুলির শব্দ শোনা যায়। যেখানে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নে সরকারবিরোধী আন্দোলন বেশ বিরল। কিন্তু জ্বালানির দাম বৃদ্ধির কারণে জনগণ রাস্তায় নামে। যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। এর জেরে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post