করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য কয়েকটি দেশকে ভ্রমণ ও প্রত্যাবর্তন নীতির আওতায় ‘ব্যতিক্রমী লাল তালিকা’র অন্তর্ভুক্ত করেছে কাতার। সবুজ এবং লাল তালিকার পাশাপাশি এবার অন্তত ৯টি দেশকে ব্যতিক্রমী এই তালিকার অন্তর্ভুক্ত করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
করোনাভাইরাস মহামারির ঝুঁকি বিবেচনায় এই তালিকায় জায়গা পাওয়া দেশগুলোর বিরুদ্ধে নতুন ভ্রমণ বিধি কার্যকর করবে মধ্যপ্রাচ্যের এই দেশ। আগামী শনিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে নতুন বিধি-নিষেধ কার্যকর হবে বলে আরব টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আরব টাইমস বলছে, বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক ও স্থানীয় স্বাস্থ্য ঝুঁকি সূচক এবং কোভিড-১৯ মহামারির ঝুঁকি বিবেচনায় সবুজ এবং লাল তালিকা তৈরি করেছে কাতার। এছাড়াও এই দুই ক্যাটেগরির বাইরে ‘ব্যতিক্রমী লাল তালিকা’ তৈরি করেছে দেশটি।
কাতারের লাল তালিকাভুক্ত ৫৭ দেশ
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে সবুজ তালিকা থেকে সরিয়ে লাল তালিকাভুক্ত করেছে। ফলে লাল তালিকাভুক্ত দেশের সংখ্যা ৫৭টি হয়েছে। লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে কাতারে ফেরা যাত্রীরা যদি টিকা না নিয়ে থাকেন অথবা কোয়ারেন্টাইন পালন না করেন, তাহলে দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করাতে হবে।
দেশটির বাসিন্দা নন, এমন যাত্রীদের কাতারে পৌঁছে পিসিআর পরীক্ষা করার পর রিপোর্ট না পাওয়া পর্যন্ত দু’দিনের হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হবে। তবে কাতারের নাগরিক অথবা বাসিন্দা যারা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, লাল তালিকাভুক্ত দেশ থেকে তারা কাতারে এলে তাদের কোয়ারেন্টাইন পালনের দরকার হবে না।
ব্যতিক্রমী লাল তালিকায় আছে বাংলাদেশ
কাতারের ব্যতিক্রমী লাল তালিকায় আছে—বাংলাদেশ, মিসর, নেপাল, বতসোয়ানা, লেসোথো, নামিবিয়া, পাকিস্তান, ভারত এবং জিম্বাবুয়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post