দক্ষিণ কোরিয়ার উদ্দেশে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের প্রথম ব্যাচ গত বুধবার (৫ জানুয়ারি) রওয়ানা হয়েছে। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়ান এয়ারের চার্টার্ড ফ্লাইটযোগে ৯২ জন বাংলাদেশিকর্মী কোরিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে।
কোরিয়ান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ৯২ জনসহ ২০২১ এর ডিসেম্বর থেকে এই পর্যন্ত ২০৩ জন কোরিয়াতে গেছে। দক্ষিণ কোরিয়ার সরকার কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বিদেশিকর্মী গ্রহণ স্থগিত করে এবং গত মাস থেকে প্রবাসীদের গ্রহণ করা আবার শুরু করে।
এবারে যাওয়া ৯২ জন শ্রমিকের মধ্যে ৪৪ জন কর্মী নতুন নিয়োগপ্রাপ্ত এবং বাকিরা পুনঃপ্রবেশ কর্মী। কোরিয়া ইপিএস (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে মাঝারি ও নিম্ন-দক্ষ বিদেশিকর্মী গ্রহণ করে আসছে। তবে, অভূতপূর্ব এবং দীর্ঘায়িত কোভিড মহামারির কারণে কোরিয়ান সরকার ইপিএস কর্মীদের গ্রহণ স্থগিত করেছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post