চট্টগ্রামে এখন হাজার কোটি টাকার প্রকল্পের কর্মযজ্ঞ চলছে। আগামী কয়েক বছরে চট্টগ্রাম হবে এই মহাদেশের অন্যতম অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ও বিনিয়োগের স্বর্ণক্ষেত্র। অচিরেই চট্টগ্রামের সাথে আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ বাড়বে।
এখানে যে সকল অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠছে তাতে বিনিয়োগ করে প্রবাসী ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন সহজেই।’ বুধবার রাতে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগ প্রথমবারের মতো আয়োজিত ‘প্রবাসী উৎসবে’ এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী বলেন, ‘প্রবাসীরা যদি দেশে কোনো কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং এতে কারো কাজের সুযোগ সৃষ্টি হয় সেটাই বিনিয়োগ হিসেবে ধরে নেওয়া যাবে। সত্যিকার অর্থে প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা।’
এসময় চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে বাস্তবমুখী ও যুগান্তকারী অনেকে উদ্যোগ নিয়েছে। তারপরও প্রবাসীদের অনেক ভোগান্তি ও সমস্যা রয়ে গেছে। তাই সরকারসহ সংশ্লিস্ট সংস্থাগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের দুর্ভোগ লাঘবে আরও আন্তরিক হওয়ার।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক মেয়র আ জ ম নাসিরউদ্দিন, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোসলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম, সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খাঁন, পিএসসি, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ পরিচালক জহিরুল আলম মজুমদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post