সর্বশেষ

পাকিস্তানে বিশাল সোনার খনি আবিষ্কার! পাল্টে যাবে অর্থনীতি

Huge gold mine discovered in pakistan!

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় একটি বিশাল সোনার খনি আবিষ্কৃত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সোমবার (৩ নভেম্বর) জানিয়েছে, করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই তথ্য প্রকাশ করেন তিনি।

হানিফ গওহরের ভাষ্য অনুযায়ী, আবিষ্কৃত খনিতে প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার মূল্যের সোনা মজুদ রয়েছে। খনন কার্যক্রম শুরু করার প্রস্তুতির জন্য ইতোমধ্যেই অস্ট্রেলিয়া ও কানাডার দুটি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই খনির মাটির নিচ থেকে সোনা উত্তোলনের কাজ শুরু হবে।

উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানি সরকার এখনও এই সোনার খনির উপস্থিতি বা মূল্য সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। এ কারণে বিষয়টি যাচাই করা শঙ্কাসাপন্ন বলে বিবেচিত হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনার এই খনি প্রদেশের অর্থনৈতিক গুরুত্ব বাড়াতে পারে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগে প্রভাব ফেলতে পারে। তবে কার্যক্রম শুরু হওয়া এবং সম্পূর্ণ খনন কাজ শুরু হওয়ার আগে সরকারিভাবে সব তথ্য নিশ্চিত হতে হবে।

বিশ্লেষকরা বলছেন, যদি এই সোনার খনি সত্যিই এত বিশাল পরিমাণের হয়, তাহলে এটি পাকিস্তানের স্বর্ণ রিজার্ভ এবং আন্তর্জাতিক বাজারে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup