ওমানে প্রাকৃতিক দুর্যোগ ট্রপের প্রভাবে সৃষ্ট বন্যায় আল আজমের ওয়াদি প্লাবিত হয়েছে। এমতাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে অত্র ওয়াদি পারাপার না হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)।
সোমবার এক প্রজ্ঞাপনে সিডিএএ জানিয়েছে, “গত বুধবার ওমানে ট্রফের কারণে পুরো দেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। এই অবস্থায় দেশটির আল আজমের ওয়াদি বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
তাই পানি না সড়ে না যাওয়া পর্যন্ত এই উপত্যকা পাপার না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে নাগরিক ও প্রবাসীদের বর্তমান পরিস্থিতিতে সর্তক থাকার আহ্বান জানিয়েছে সিডিএএ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post