করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসিসহ পিএসজির চার ফুটবলার। মেসি ছাড়া অন্যরা হলেন, বেরনাট, সার্জিয়ো রিকো এবং নাথান বিটুমাজালা। বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে আর্জেন্টিনায় গিয়েছিলেন মেসি। সেখান থেকে শনিবার প্যারিসে ফেরার পর পিসিআর টেস্ট করা হয় তার। টেস্টের ফল এসেছে পজিটিভ।
রোববার (২ জানুয়ারি) এক বার্তায় পিএসজি নিশ্চিত করেছে, করোনায় আক্রান্ত সবাই বর্তমানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হলেও মেসিসহ চার ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কারণ নেই বলেই জানিয়েছে পিএসজি।
সোমবার (৩ জানুয়ারি) ফরাসি কাপে পিএসজির খেলা রয়েছে। সেই ম্যাচ হবে কিনা তা এখনও জানা যায়নি। এদিকে চার ফুটবলার ছাড়াও পিএসজির আরও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর নাম এখনও জানানো হয়নি। শনিবার রাতেই তাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই সময় পিএসজি কারও নাম বলেনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post