করোনার নতুন ধরন ওমিক্রনের তান্ডবে গোটা বিশ্ব টালমাটাল। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নিজেদের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদেরও বিনামূল্যে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিলো ওমান সরকার। ইতিমধ্যেই প্রবাসীদের দ্রুত করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে দেশটির দক্ষিণ আল বাতিনাহ প্রদেশে আজ থেকে শুরু হয়েছে প্রবাসীদের করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান।
এক প্রজ্ঞাপনে প্রদেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, “দক্ষিণ আল বাতিনার রুস্তাক এলাকার স্পোর্টস কমপ্লেক্সে প্রবাসীদের বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। যে সকল প্রবাসী বুস্টার ডোজ গ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে দ্রুত তারাসুদ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে বুস্টার ডোজ গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post