ওমানে চলমান নিম্নচাপে সৃষ্ট বৃষ্টির কারণে দেশটির বেশ কয়েকটি এলাকায় ব্যাপক প্লাবিত হয়েছে। এর মধ্যে মাস্কাট ও দেশটির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ছয় জন মারা গেছেন এবং কমপক্ষে ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ওমানের জাতীয় গণমাধ্যম।
ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে রয়্যাল ওমান পুলিশের ক্যাপ্টেন মুনির বিন মোহাম্মদ আল সিনান জানিয়েছেন, “ওমানের কিছু এলাকায় নিম্নচাপে সৃষ্ট বৃষ্টিপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ওয়াদি সুরু, সামাঈল ও আল দাখিলিয়াহ প্রদেশে প্রবল বৃষ্টিতে আটকে পড়া ২০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের মধ্যে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি।”
তিনি আরো বলেন,”মাস্কাটের আল জিফনিন এবং রেসিল থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও দক্ষিণ আল বাতিনার রুস্তাক থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন। সকল নাগরিকের উদ্দেশ্য আল সিনান জানিয়েছেন, “কোনো নাগরিক প্লাবিত ও নিচু এলাকায় প্রবেশ করবে না। আপনাদের বাচ্চাদের জলাশয় থেকে দূরে রাখুন। সকল ধরণের অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখুন, কোন ঝুলন্ত তার স্পর্শ না করা এবং যারা হাঁপানিসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তারা বাড়ী থেকে বের না হওয়ার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে অতি জরুরী প্রয়োজন ব্যতীত নাগরিক ও প্রবাসীরা বাড়ি থেকে বের হওয়া এড়িয়ে চলুন। এছাড়াও যারা প্রয়োজনীয় কাজে বাড়ির বাহিরে যাচ্ছেন তারা অবশ্যই আবহাওয়া বার্তা দেখে বাড়ি থেকে বের হবেন। চলমান নিম্নচাপে সৃষ্টি বৃষ্টিপাতে মুসান্দাম, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, মাস্কাট, বুড়াইমি, ধাহিরা, আল দাখিলিয়াহ এবং উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধতা নিরসনে ৫ টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।
এক বিবৃতিতে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, “চলমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে চলমান নিম্নচাপের কারণে ওমানে আজও বেশকয়েকটি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবণা রয়েছে। রবিবার এক সতর্ক বার্তায় ওমানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “দেশটির মুসান্দাম, উত্তর আল বাতিনা এবং আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবণা রয়েছে। এছাড়াও আল ওস্তা ও ধোফার প্রদেশে বজ্রপাতের সম্ভাবণা রয়েছে।
এদিকে, ওমানে আজ নতুন তিনজনকে উদ্ধার করেছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)। দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের বারকার এলাকায় এই তিন নাগরিক আটকে পড়েছিলেন। সিডিএএ জানিয়েছে, “দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের উদ্ধারকারী দল বারকা এলাকার ওয়াদি আল সালাহাতে আটকে পড়া তিনজনকে উদ্ধার করেছে। বর্তমানে তারা সুস্থ আছেন।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post