শ্রমিকদের বেশকিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নতুন আইন জারী করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। এখন থেকে দেশটিতে মহিলা ঠিকাদাররাও তাদের প্রয়োজনে প্রবাসী কর্মী নিয়োগ করার অনুমতি পাবেন। তবে তাদের নির্দিষ্ট শর্ত মেনে প্রবাসী কর্মী নিয়োগ করতে হবে বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। বুধবার (২৯-ডিসেম্বর) দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, “মহিলা ঠিকাদাররা প্রবাসী কর্মী নিয়োগ করতে পরবে।
তবে সেই জন্য সেই ঠিকাদারদের বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য পাবলিক অথরিটি ফর সোশ্যাল ইনস্যুরেন্স (পিএএসআই) এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত হতে হবে। মহিলা ঠিকাদারদের প্রবাসী কর্মী নিয়োগের জন্য অবশ্যই সার্কুলার জারি করতে হবে।”
ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রম বিষয়ক উপসচিব নাসর বিন আমের বিন শুওয়াইন আল হোসানি বলেন, “মহিলা ঠিকাদাররা শুধুমাত্র প্রবাসী পুরুষ কর্মীদের নিয়োগ করতে পারবেন। কোনো ধরণের মহিলা প্রবাসীদের নিয়োগের অনুমতি পাবেন না মহিলা ঠিকাদাররা।”
মন্ত্রণালয় আরো জানিয়েছে ওমানের বেসরকারি খাতের সকল কোম্পানি ও প্রতিষ্ঠান তাদের সুবিধা মতো প্রবাসী কর্মী নিয়োগের সময়সীমা বাড়ানোর সুযোগ পাবে। মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশটির সকল বেসরকারি খাতের কোম্পানি ও প্রতিষ্ঠান তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে প্রবাসী কর্মী নিয়োগের সময়সীমা আগামী ৩১শে মার্চ পর্যন্ত বাড়াতে পারবে। এই সময়ের মধ্যে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজন অনুযায়ী প্রবাসী কর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post