বেশকয়েক মাস ধরে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকার পরও ওমানে সম্প্রতি বাড়তে শুরু করেছে করেনা সংক্রমণের সংখ্যা। দেশটিতে এই সংক্রমণের হার কমিয়ে নিয়ে আসতে দেশটির সুপ্রিম কমিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।
নতুন নির্দেশনায় দেশটিতে বসবাসরত কোনো নাগরিক যদি স্বেচ্ছায় করোনা টিকা গ্রহণ না করে তাদের তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সুপ্রিম কমিটি। দেশটির সকল সরকারী ও বেসরকারী খাতে কর্মরত কর্মীদের অবশ্যই করোনা টিকা গ্রহণ করতে হবে। যদি কোনো কর্মী স্বেচ্ছায় টিকা গ্রহণ না করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে,”সকল কর্মীদের বাধ্যতামূলক করোনা ভ্যাকসিনের দুইটি ডোজ গ্রহণ করতে হবে। যদি কোনো ব্যাক্তিকে হাসপাতাল কর্তৃক টিকা গ্রহণ করার অনুমতি না দেয় তাহলে সেই ব্যাক্তি টিকা গ্রহণ করবে না। তাছাড়া অন্য সকল কর্মীকে বাধ্যতামূলক করোনা টিকা গ্রহণ করতে হবে। শুধু টিকা দেওয়া নয়, টিকাদানের সনদ জমা দিতে ব্যর্থ হওয়া কোনও কর্মচারী বা কর্মীকে কর্মক্ষেত্রে প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।”
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সকল সরকারী ও বেসরকারী খাতে কর্মরত কর্মীদের অবশ্যই করোনা টিকা গ্রহণ করতে হবে। যদি কোনো কর্মী করোনা ভ্যাকসিন গ্রহণ না করে তাহলে তার মাধ্যমে অন্যান্য কর্মীরা সংক্রমিত হতে পারে। তাই সকল কর্মীদের বাধ্যতামূলক করোনা টিকা গ্রহণ করার কঠোর নির্দেশ দিয়েছে কর্তপক্ষ।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post