বর্তমান করোনা পরিস্থিতিতে ওমানে ভ্রমণকারীদের প্রবেশ নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি। দেশটির গণমাধ্যমে দেওয়া সুপ্রিম কমিটির সর্বশেষ তথ্যগুলো পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো:
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদি জানিয়েছেন,” ওমানে নতুন করে করোনাভাইরাসের ৬৯ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১১ জন রোগী করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন যাদের মধ্যে ২ জন রয়েছেন নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন।
ওমানে বর্তামন করোনা পরিস্থিতি অনেকটাই গুরুতর। দেশটিতে বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। দেশটিতে প্রায় ১০ শতাংশ ওমানি নাগরিক এখনও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি। এবং ৪ শতাংশ এখনো প্রথম ডোজ নেননি।”
তিনি আরো বলেন,“করোনা নিয়ন্ত্রণে সুপ্রিম কমিটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতি এবং সামাজিক জীবনে কোনো প্রকার প্রভাব পড়বে না। এছাড়াও দেশের সকল প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রবেশে সীমাবদ্ধতা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ডা. সাইফ বিন সালিম আল আব্রি বলেন,” আমরা আশা করি আগামী দিনগুলিতে দেশটিতে রোগীর সংখ্যা কমে আসবে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত সকল নাগরিক সুস্থ আছে এবং তাদের সবাইকে টিকা দেওয়া হয়েছে। দেশটিতে শুরু হয়েছে করোনা বুস্টার ডোজ। তাই সকল নাগরিকদে এই ডোজ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post