ওমানে বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা করোনার নতুন ভ্যরিয়েন্ট ওমক্রিণের প্রভাবে সারা বিশ্ব আবারও নড়েচড়ে উঠেছে। মধ্যপ্রচ্যের দেশ ওমান নিজেদের দেশে করোনার প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসলেও আবার দেশটিতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের মাত্রা।
দেশটিতে গত তিন দিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২১ জন। যাদের মধ্যে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ ৫হাজার ১০৫ জন। যাদের মধ্যে মারা গিয়েছেন ৪ হাজার ১১৪ জন। এছাড়াও করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিন লাখ ২৯১ জন।
এদিকে,রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৩৩০ জন এবং মারা গেছেন ৫৩ লাখ ৯৬ হাজার ৬৬২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৫কোটি ২০ লাখ ৯৫ হাজার ৪১১ জন এবং মৃত্যুবরণ করেছে ৮ লাখ ১৬ হাজার ৪৬৩ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৮ হাজার ৬৮৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২কোটি ২২ লাখ ৩৮ হাজার ৩৬৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। প্রতিবেশি দেশ ভারতে মোট ৩কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৮১৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৫২০ জনে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post