ওমানের মাস্কাটে দ্বিতীয় দফা বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু তারপরও কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিধিনিষেধ থাকবে, যা এখনও লকডাউনের আওতায় রয়েছে। বুধবার মাস্কাট পৌরসভা জানিয়েছে, অঞ্চলটিতে বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান আবারও চালু করার অনুমতি দেওয়া হয়েছে। এখানকার সকল বাণিজ্যিক কেন্দ্র (মল), মাত্রাহ ও ওয়াদি কবির শিল্পাঞ্চলে অবস্থিত দোকানগুলি অন্তর্ভুক্ত থাকবে না। এছাড়াও সেলুন ও দর্জির দোকান বন্ধ থাকবে। যদিও বলা হয়েছে যে লন্ড্রির দোকান খোলা থাকবে কিন্তু এই দোকানগুলো কেবলমাত্র সরকারী এবং বাণিজ্যিক সংস্থার সাথে চুক্তি করে পরিচালনা করতে পারবে। কেবল স্বয়ংক্রিয়ভাবে ওয়াশিং এবং স্টিম-ইস্ত্রি করার অনুমতি দেওয়া হবে।
মার্বেল, গ্রানাইট এবং সিরামিকের দোকানগুলিতে সামাজিক দূরত্বের নিয়মগুলি মেনে চলতে পারলে তারা আবারও খোলার অনুমতি পাবে। আবায়ার, বিউটি কিটস, পারফিউম ও মহিলাদের পোশাক অনলাইন পরিষেবা হোম ডেলিভারি করতে পারবে তবে দোকান খোলা রাখতে পারবে না। টেলিকম সরবরাহকারীদের সামাজিক দূরত্ব মেনে প্রতিষ্ঠান খুলতে হবে না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ওমানে বাড়ছে আক্রান্ত, শিথিল হচ্ছে লকডাউন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করে এলাকাটিতে যারা বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে তাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রত্যেক দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে সর্বদা হাত ধোয়া জন্য, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলি (যেমন হেলমেট, গ্লাভস ও ফেস মাস্ক ব্যবহার করা। অন্য কোনও ব্যক্তির সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা যাবে না)। কোনও দোকানদার গ্রাহকদের সাথে আলিঙ্গন করতে পারবে না। এছাড়াও টোকেন সিস্টেমের মাধ্যমে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু রাখতে হবে। প্রতিষ্ঠানের সকল কর্মচারীর জন্য উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম সরবরাহ করতে হবে। কোনও দোকানে কর্মীর করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post