ওমানে চলে এসেছে শীত মৌসুম। এই সময় দেশটিতে বেড়ে যায় গরম পানি তৈরির ওয়াটার হিটারের ব্যবহার। তাই সঠিক নিয়মে হিটার ব্যবহারের বা ব্যবহারে বিপদ এড়াতে কিছু পদ্ধতি অনুসরণ করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) ওয়াটার হিটারের বিপদ এড়াতে এই নতুন নির্দেশনা জারি করে।
নতুন পদ্ধতিগুলি হলো: সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত ওয়ার হিটার ব্যবহার করতে হবে। অবশ্যই হিটারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। একইসাথে হিটার নিয়মিত রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। হিটার থেকে বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। পানির তাপমাত্রা ৬০ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post