লন্ডনে দায়িত্ব পালনের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পার্সার তৈফুর রহমান খান গুরুতর হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হেস্টন হাইড হোটেলে অবস্থানকালে হোটেলের বাইরে বসা অবস্থায় তাঁকে পেছন থেকে একটি নেশাগ্রস্ত শরণার্থী মোটা লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। পরে হামলাকারী তৈফুরের পেটে কিল-ঘুষি ও লাথি মারে। হোটেলের নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
হামলার খবর পেয়ে লন্ডন পুলিশ হামলাকারীকে আটক করেছে এবং মামলা দায়ের করেছে। আহত তৈফুর বিমান কর্তৃপক্ষকে ই-মেইলের মাধ্যমে ঘটনা জানিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
আরও
বিমানের কেবিন ক্রুদের অভিযোগ, হেস্টন হাইড হোটেল দীর্ঘদিন ধরে সমস্যাযুক্ত হলেও কর্তৃপক্ষ এখনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। হোটেলের প্রায় ৯০ শতাংশ কক্ষ শরণার্থীদের দখলে রয়েছে। সেখানে গাঁজা সেবন, তাস খেলা, মদ্যপান, গভীর রাতের হট্টগোল, নিম্নমানের পরিষেবা ও পোকামাকড়ের উপদ্রব পরিবেশকে অস্বাস্থ্যকর ও অনিরাপদ করে তুলেছে।
ক্রুদের একাধিক সূত্র জানায়, লন্ডনে নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে। বিশেষ করে নারী ক্রুরা ঝুঁকির মধ্যে রয়েছেন। তারা হোটেল পরিবর্তন না হলে বড় ধরনের দুর্ঘটনা বা ধর্ষণের মতো ভয়ংকর ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন। বিমান কর্তৃপক্ষ হোটেল পরিবর্তন বিষয়ে পদক্ষেপ নিতে সম্মত হয়েছে এবং তদন্ত শুরু করেছে।











