ওমানে করোনায় আক্রান্তের পরিসংখ্যান এখনও উর্ধ্বমুখি। তবে এখনো মহামারিতে রূপ নেয়নি এই ভাইরাসটি। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, এখনো যদি সর্তক না হই, তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। স্বাস্থমন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক উপ-সচিব মোহাম্মদ বিন সাইফ আল হোসনি এই কথা বলেন।
আরও পড়ুনঃ ওমানে বাড়ছে আক্রান্ত, শিথিল হচ্ছে লকডাউন
ওমান টিভির সাথে আলাপকালে আল হোসনি বলেন, ওমানে করোনায় আক্রান্তদের ৮৩ শতাংশই ১৫-৫০ বছর বয়সী। দেশে প্রায় ৭২ হাজার নাগরিককে করোনা পরীক্ষা করা হয়েছে যাদের মধ্যে ১১১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৩৩ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং ৩০ জন রোগীকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। অন্তত স্বল্পমেয়াদে কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় সামাজিক দূরত্ব বলেও জানান তিনি।
https://www.youtube.com/watch?v=fEeGhP8sVqE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post