দীর্ঘদিন বন্ধের পর পুনরায় চালু হওয়া মালয়েশিয়ার শ্রম বাজারের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সম্প্রতি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী প্রেস বিজ্ঞপ্তি এবং ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরর মন্ত্রী ও সচিবের সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার কর্মীদের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার মাধ্যমে মর্যাদাবান করে তোলার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
অভিবাসন ব্যয় এবার অতিরিক্ত হবে না এমনটাই বলা হয়েছে। কর্মীর জন্য গুরুত্বপূর্ণ সুবিধাদি নিশ্চিত করা হয়েছে, মালয়েশিয়া যাওয়ার বিমান ভাড়া ও চুক্তি শেষে বাংলাদেশে ফিরে আসার বিমান ভাড়াও মালয়েশিয়ার নিয়োগকর্তা/কোম্পানি বহন করবে। মালয়েশিয়ায় আসার পর স্বাস্থ্য পরীক্ষার খরচ, ভিসা ফি, ইমিগ্রেশন ফি, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টাইনের খরচ ইত্যাদিসহ মালয়েশিয়া প্রান্তে সকল অভিবাসন ব্যয় মালয়েশিয়ার কোম্পানি বহন করবে।
মালয়েশিয়ায় কর্মীর মানসম্মত বাসস্থান ও আনুষঙ্গিক উপকরণ নিয়োগকর্তা ফ্রি দেবে। কর্মীর স্বাস্থ্য ও চিকিৎসা বিমার খরচ কোম্পানি বহন করবে। সপ্তাহে একদিন ছুটি (বিশ্রামের দিন) পাবে এবং দৈনিক ৮ ঘণ্টা বেশি কাজ করলে ওভারটাইম পাবেন। বিশ্রামের দিন ও পাবলিক ছুটির দিনে কাজের জন্য মালয়েশিয়ার আইন অনুযায়ী আলাদা রেটে বেতন পাবেন। বেতন-ভাতা কর্মীর নামে খোলা ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে দেবে। নগদ বেতন দিতে পারবে না। মালয়েশিয়ার আইন অনুযায়ী, বাংলাদেশী কর্মীরা বার্ষিক ছুটি ও অসুস্থতা ছুটি (মেডিকেল লিভ) পাবেন।
কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা কর্মপরিবেশের কারণে কোনো অঙ্গ অস্থায়ী বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাবে এবং স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশে ফেরত গেলেও কর্মী আজীবন পেনশন পাবেন। কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে বা কর্ম পরিবেশের কারণে মারা গেলে মৃতদেহ দেশে পরিবহন খরচসহ কর্মীর পরিবার এককালীন ক্ষতিপূরণ ও স্ত্রী-সন্তানরা দীর্ঘমেয়াদী পেনশন পাবেন। এসব সুবিধা বাংলাদেশে বসেই পাওয়া যাবে।
এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব বলেন, প্রবাসী কর্মীর অবৈধ হওয়ার অন্যতম কারণ কর্মস্থলের সুযোগ সুবিধা না পাওয়া এবং প্রতারণার শিকার হওয়া। সমঝোতা স্মারকে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে যা বাস্তবায়ন করতে পারলে যুগান্তকারী হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post