আন্তর্জাতিক চোরাচালানকারীদের একটি বিপুল পরিমাণ মাদকের চালান জব্দ করেছে রয়্যাল ওমান পুলিশ। সৌদি আরবের সীমান্ত রক্ষীর সহযোগিতায় ওমান সীমান্তে এই চোরাচালানকারীদের আটক করেছে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
এসময় আটককৃতদের থেকে ১০ লাখের বেশি ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করা হয়। আরওপি জানিয়েছে, আটককৃত মাদকের ওজন প্রায় ৩১৫ কেজি। উক্ত চালানে ১০ লাখ ৮০ হাজার ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করা হয়। ইতিমধ্যেই আটককৃতদেড় বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ। তবে এর সাথে জড়িতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
এদিকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ওমানের ধোফার অঞ্চল থেকে পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করেছে ধোফার প্রদেশের কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতরা আল হালানিয়াত দ্বীপ সংলগ্ন আরব সাগরের একটি অননুমোদিত এলাকায় মাছ শিকার করছিলো।
অপরদিকে কৃষি জমিতে অবৈধ কীটনাশক ব্যবহার করার অপরাধে একজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কৃষি মৎস্য ও পানিসম্পদ অধিদপ্তরের নিয়ন্ত্রণ কমিটি। আজ এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, “উত্তর আল বাতিনার একটি কৃষি জমিতে অবৈধ কীটনাশক ব্যবহার করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। তবে উক্ত প্রবাসী কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post