সর্বশেষ

কন্যাসন্তানকে হত্যার হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

Porsuram 20250608060212

ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী নিজেকে অন্তঃসত্ত্বা দাবি করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পরশুরাম মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মৃত অশ্রু মজুমদারের ছেলে মো. জিহাদ (২২) তার দুই কন্যাকে হত্যার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে তাকে জিম্মি করে ধর্ষণ করে আসছে। ভুক্তভোগীর স্বামী প্রায় এক বছর ধরে দুবাই প্রবাসে থাকায় তিনি অসুস্থ মাকে নিয়ে দুই শিশুসহ বাড়িতে নিরাপত্তাহীন অবস্থায় বসবাস করছিলেন।

ভুক্তভোগী জানান, একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্ত জিহাদ তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। বর্তমানে দুই সন্তানসহ তিনি গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রাথমিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ জানালেও পরবর্তীতে তাদের পরামর্শে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অভিযুক্ত জিহাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup