নিউইয়র্কে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে। লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠানটির আয়োজন করেসার্বজনীন মুজিববর্ষ উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্র।
শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক ও জাতিসত্তার কবি নুরুল হুদা।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত লেখক ও সার্বজনীন মুজিববর্ষ উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্রের আহ্বায়ক ড. নূরুন নবী, সার্বজনীন মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, অনুষ্ঠানের অন্যতম সহযোগী উৎসব গ্রুফের চেয়ারম্যান রায়হান জামান, ফোবানার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ লীগ অফ আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাভলু আনসারসহ বিশিষ্টজনেরা।
বক্তারা, জাতির পিতার জীবন ও কর্মকে গোটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্য আরও বেশি করে কাজ করার আহ্বান জানান।দিনব্যাপী সম্মেলনে ছিল বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা, চলচ্চিত্র,বইয়ের প্রদর্শনী, স্বাধীন বাংলা বেতারের গান, জয়বাংলা কনসার্ট, শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post