যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটিতে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড রোগী শনাক্ত হয়েছে। এদিন যুক্তরাজ্যে ৯৩ হাজার ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার আক্রান্ত হয় ৮৮ হাজার ৩৭৬ জন। এর আগে বুধবার শনাক্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৬১০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১১১ জনের। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। ব্রিটেনে গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্ত শনাক্ত হওয়ার পর নানা বিধিনিষেধ আরোপ করা হয়। ওমিক্রন নিয়ে তাই আতঙ্কে বরিস জনসনের সরকার। সামনেই বড়দিনের উৎসব। এ অবস্থায় কড়াকড়ি বাড়াচ্ছে দেশটির প্রশাসন।
এদিকে ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী ক্রমশই বাড়ছে অস্বস্তি। শুক্রবার ভারতে করোনার নতুন এ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে। শুধু তাই নয়, মুম্বাইয়ে আক্রান্ত হয়েছেন এমন এক ব্যক্তি, যে করোনা ভ্যাকসিনের তিনটি ডোজই নিয়েছেন।
মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) এক বিবৃতিতে জানায়, শুক্রবার নিউইয়র্ক থেকে ফিরে আসা ২৯ বছর বয়সী এক যুবকের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তবে ওই যুবক একেবারেই উপসর্গহীন।
তিনি ফাইজার করোনা ভ্যাকসিনের তিনটি ডোজই নিয়েছিলেন। ৯ নভেম্বর তিনি বিমানবন্দরে করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন। এরপর নমুনাগুলো জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। সেখানে ওই যুবকের দেহে নতুন ভ্যারিয়েন্টটি পাওয়া যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post