দক্ষিণ আফ্রিকার নতুন করোনা ভেরিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ রোধে ওমানে ব্যাপক সর্তকতা জারী করা হয়েছে। এখন থেকে ফের আগের মতো সামাজিক দূরত্ব মেনে চলতে হবে দেশটির নাগরিক ও প্রবাসীদের। একইসাথে এই ধরণের অনুষ্ঠানে ৫০ শতাংশের বেশি মানুষ উপস্থিত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামুদ বিন ফাইসাল আল বুসাইদির সভাপতিত্বে সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, করোনা মোকাবেলায় সুপ্রিম কমিটি দেশের সকল মসজিদ, উপাসনালয়, হল এবং অন্যান্য পাবলিক স্থান যেখানে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান হতো, উক্ত সকল স্থানে বিবাহ অনুষ্ঠান না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাসের বিস্তার রোধ ও নাগরিকদের সুরক্ষা সর্তকতায় এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি।
নতুন এই সিদ্ধান্তে সুপ্রিম কমিটি জানিয়েছে, “করোনা সর্তকতায় দেশের সকল স্থানে সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান জরুরী প্রয়োজনে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল নাগরিকদের বাধ্যতামূলক করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পূর্ণ করতে হবে। এছাড়াও উপস্থিত নাগরিকদের মাস্ক পড়া ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে।
এদিকে, মসজিদ, হল এবং অন্যান্য পাবলিক প্লেসে সামাজিক অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ ঘোষণা করছে সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post