চলমান করোনা মহামারিতে ওমান সহ গোটা বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও বাড়ছে ওমিক্রনে শনাক্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যেই গত দুইদিনে ১৪ জন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
পরিস্থিতি মোকাবেলায় ফের দেশটিতে মসজিদ, হল, পাবলিক স্থানে বিবাহ এবং শোক উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কমিটি। বুধবার (১৫-ডিসেম্বর) এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয় কমিটি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিটি।
ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, পাবলিক সিভিল কাউন্সিলে সমস্ত অনুষ্ঠান এবং গন জমায়েতের উপর অব্যাহত নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে এবং এই আইন লঙ্ঘনকারীদের নিয়ন্ত্রণে সমস্ত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post