বেশ কিছু শর্ত মেনে বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমোদন দিলো ওমানের মাস্কাট কর্তৃপক্ষ। করোনাভাইরাস মহামারির মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার বিষয়ে দ্বিতীয়বারের মতো তালিকা প্রকাশ করলো মাস্কাট। মাস্কাট কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, ”ফুলের দোকান, বুটিক, মহিলাদের পোশাক, আবায়ার দোকান, মেকআপ সরঞ্জাম বিক্রি করার দোকান, ঘড়ি ও সুগন্ধির দোকানের গ্রাহকদের অনুরোধে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়।” এছাড়াও, গৃহস্থালির আসবাবপত্রের দোকান ও যোগাযোগ পরিষেবার হলগুলো খোলার অনুমতি দেওয়া হয় তবে তাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করতে হবে। তবে এই সিদ্ধান্ত মাস্কাটের ওয়াদি কবির ও মাত্রাহ শিল্পাঞ্চলে অবস্থিত দোকানগুলির জন্য প্রযোজ্য নয়।
গতকাল কোভিড-১৯ নিয়ে সুপ্রিম কমিটির বৈঠকে বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার নতুন তালিকা ঘোষণা করা হয়। মঙ্গলবার থেকে এই আইন কার্যকর হয়েছে জানিয়েছেন। নিম্নে তালিকাগুলো উল্লেখ করা হলো:
১. গাড়ি ধোয়ার দোকান (একই সাথে শুধুমাত্র একজন গ্রাহক প্রবেশ করতে পারবেন)
২. গাড়ী পরিষ্কার ও পোলিশ (একই সাথে শুধুমাত্র একজন গ্রাহক প্রবেশ করতে পারবেন)
৩. গাড়ি এজেন্সি (নতুন গাড়ি বিক্রয়ের দোকান) স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৪. আয়রণ বা লন্ড্রির দোকান ( একই সাথে শুধুমাত্র একজন গ্রাহক প্রবেশ করতে পারবেন)
৫. মোবাইল ফোন বিক্রয় ও মেরামতের দোকান (গ্রাহকরা দোকানে প্রবেশ করতে পারবেন না, দোকানের সামনের দরজা খোলার অনুমতি নেই)
৬. ঘড়ি বিক্রয় ও মেরামত (গ্রাহকরা দোকানে প্রবেশ করতে পারবেন না, দোকানের সামনের দরজা খোলার অনুমতি নেই)
৭. পরামর্শদাতা অফিস, আইনজীবী অফিস এবং নিরীক্ষণ অফিস।
৮. নির্মাণ সামগ্রী বিক্রয়, সিমেন্ট, ইটের কারখানা ও সিমেন্ট পণ্য সরবরাহের দোকান।
৯. রংয়ের দোকান, কামার, বাঁক, অ্যালুমিনিয়াম বিক্রয়ের দোকান
আরও পড়ুনঃ ওমানে এক রিয়ালে ৪০ কেজি মাছ!
১০. সেচ ব্যবস্থা সরবরাহ পরিষেবা বিক্রয়ের সংস্থা
১১. পানির পাম্প (গ্রাহকরা দোকানে প্রবেশ করতে পারবেন না)
১২. নার্সারি ও কৃষি পণ্য সরবরাহের দোকান (সর্বোচ্চ দুইজন গ্রাহক দোকানে প্রবেশের অনুমতি রয়েছে)
১৩. পাখি ও পশুর দোকান (সর্বোচ্চ দুইজন গ্রাহক দোকানে প্রবেশের অনুমতি রয়েছে)
https://www.youtube.com/watch?v=iqNMDXpDpMA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post