আগামী ১৫ সেপ্টেম্বরের পর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে না বলে জানিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। রোববার (৭ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয় দূতাবাসের একটি নোটিশে।

নোটিশে বলা হয়েছে, ভিএফএস গ্লোবালের মাধ্যমে বেলজিয়ামের শেনজেন ভিসার আবেদন করার শেষ দিন ১৫ সেপ্টেম্বর। এরপর থেকে কেউ ঢাকার সুইডিশ দূতাবাসে বেলজিয়ামের ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
আরও
যাদের শেনজেন ভিসার মূল গন্তব্য বেলজিয়াম, তাদের সরাসরি বেলজিয়ামের কর্তৃপক্ষের মাধ্যমে হালনাগাদ আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এতে আবেদনকারীরা ভিসা সংক্রান্ত সব নিয়ম ও পরিবর্তনের সঙ্গে পরিচিত থাকবেন।
সুইডিশ দূতাবাসের এ নোটিশ প্রবাসী ও ভ্রমণপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে গণ্য হচ্ছে। যারা ১৫ সেপ্টেম্বরের আগে আবেদন করতে পারেন, তাদের জন্য এটি শেষ সুযোগ। নোটিশ অনুযায়ী, ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো বিভ্রান্তি এড়াতে আবেদনকারীরা যথাযথ তথ্য ও নির্দেশনা অনুসরণ করবেন। প্রবাসী ও ভ্রমণকারীদের দ্রুত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ, যাতে ভিসা প্রক্রিয়ায় কোনো অসুবিধা না হয়।









