চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে প্রায় সোয়া ৪ লাখে।
সোমবার (১৩ ডিসেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১০ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৭ জন। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা কমেছে। সেইসাথে দেশটিতে গত এক মাস যাবত মৃতের সংখ্যা নেমেছে শূন্যের কোঠায়।
এ ছাড়াও গত দুইমাস যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৭২৪ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ১০৩ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৩ জন। আজ হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ জন। বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে করোনায় চিকিৎসাধীন আছেন ৮ জন রোগী এবং আইসিইউতে আছেন ৫ জন।
এদিকে করোনা নিয়ন্ত্রণে আজ থেকে বুস্টার ডোজ চালু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিক যারা ছয়মাস পূর্বে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন তারা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ গ্রহণে আগ্রহীদের দ্রুত তারাসুদ অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজের জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইউক্রেন, ফিলিপাইন ও ভিয়েতনাম। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ কোটি ৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ লাখ ২১ হাজার।
অপরদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩১ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৮৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post