বিমানের লাগামহীন ভাড়া কমানোর বিষয়ে মুখ খুললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “বিদেশগামী কর্মীদের সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে উড়োজাহাজের টিকিটের দাম নির্ধারণ করা উচিৎ। আমি বারবার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে অতিরিক্ত ভাড়া কমানোর বিষয়ে কথা বলেছি।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি তাদের ভাড়া কমায় তাহলে যেমন তাদের যাত্রী সংখ্যা বাড়বে। একই সাথে বিদেশি এয়ারলাইন্সগুলো তাদের টিকিটের দাম কমাতে বাধ্য হবে। এ বিষয়ে বিমান প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে বলে জানান মন্ত্রী ইমরান আহমদ।
মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি যৌক্তিক কিনা? এমন প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী উল্টো প্রশ্ন করে বলেন, “ধরুন আমি মন্ত্রী না, তাহলে কি এই বিষয়টি আমি যৌক্তিক মনে করে করতে পারি। আপনারা যারা আছেন তাঁরা এটা যৌক্তিক মনে করেন? তবে এ বিষয়টি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সম্পূর্ণ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের।”
এদিকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী কর্মীদের উড়োজাহাজের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। সেইসাথে গত দুইদিন যাবত ঢাকায় সাংবাদিক সম্মেলন করেছেন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি মালিক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)-এর সম্মিলিত সমন্বিত পরিষদের নেতারা।
তাঁরা বলছেন, মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে জনশক্তি রপ্তানি কার্যক্রম বিপর্যয়ে মুখে পড়েছে। যে টিকিটের দাম ৪০-৫০ হাজার টাকা ছিলো সেটি এখন ৭৫-৯০ হাজার টাকাতেও পাওয়া যাচ্ছেনা। এমতাবস্থায় ভাড়া নিয়ন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরামর্শ সবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post