দুইদিনের সরকারী সফরে ওমানে পৌঁছেছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ, উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। সৌদি ক্রাউন প্রিন্সকে স্বাগত জানান ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিমান রয়্যাল বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেন ওমান সুলতান।
এই সময় সুলতান হাইতাম বিন তারিখের সাথে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী সাইয়্যেদ শিহাব বিন তারিক আল সাইদ, আইন মন্ত্রী সাইয়্যেদ খালিদ বিন হিলাল আল বুসাইদি, রয়্যাল অফিসের মন্ত্রী নু’মানি, সাইয়্যেদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি, স্বরাষ্ট্রমন্ত্রী (অনার মিশনের প্রধান), সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি, পররাষ্ট্রমন্ত্রী, এইচএইচ সাইয়্যেদ ফয়সাল বিন তুর্কি আল সাইদ, সৌদি আরবের রাষ্ট্রদূত।
সৌদি প্রিন্সের সাথে দুই দিনের সরকারী সফরে আরো এসেছেন প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, জ্বালানি মন্ত্রী- প্রিন্স তুর্কি বিন মোহাম্মদ বিন ফাহদ বিন আবদুল আজিজ আল সৌদ, প্রতিমন্ত্রী সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সরকারী প্রতিনিধিদল।
এছাড়াও প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি বিন ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদ, ক্রীড়া মন্ত্রী- এইচআরএইচ প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ আল সৌদ, স্বরাষ্ট্রমন্ত্রী- এইচআরএইচ প্রিন্স আব্দুল্লাহ বিন বন্দর বিন আব্দুল আজিজ আল সৌদ, মন্ত্রীর ন্যাশনাল গার্ড- প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ, পররাষ্ট্রমন্ত্রী-প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল সৌদ, সংস্কৃতি মন্ত্রী- ড. মাজিদ বিন আবদুল্লাহ আল ওয়াসাবি, বাণিজ্য মন্ত্রী এবং গণমাধ্যম কর্মীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post