ইন্দোনেশিয়ান নারী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জোটু নামে এক বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়া গেজেট জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিনাং জর্জ টাউনের সুঙ্গাই নিবংয়ের শ্রী নিপাহ অ্যাপার্টমেন্টের তৃতীয় তলা থেকে রক্তাক্ত অবস্থায় ৪৫ বছর বয়সী ওই ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সহায়তার জন্য পুলিশ এ বাংলাদেশির সন্ধান করছে। মালয়েশিয়া গেজেট জানিয়েছে, সোমবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় ৪৫ বছর বয়সী ওই ইন্দোনেশিয়ান নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
উত্তর-পূর্ব জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার সোফিয়ান স্যান্টং বলেছেন, ৩৭ বছর বয়সী সন্দেহভাজন বাংলাদেশি নির্মাণ সাইটের কর্মী। তিনি ৪৫ বছর বয়সী নারীকে হত্যার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। তার দুই সহকর্মীর সঙ্গে ওই বাড়িতে ভাড়া ছিল বলে জানা গেছে এবং পুলিশের উপস্থিতির আগেই পালিয়ে গেছেন তিনি।
এরই মধ্যে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাকে ট্র্যাক করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব জেলা পুলিশ প্রধান। ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য আছে এমন ব্যক্তিদের উপস্থিত হতে বা তদন্তে সহায়তা করার জন্য থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post