করোনা সংক্রমণ রোধে ওমানের মাস্কাটে ফের শুরু হয়েছে ওমানি এবং প্রবাসীদের বিনামূল্যে করোনা টিকাদান কার্যক্রম। মাস্কাটের স্বাস্থ্য পরিষেবার অধিদপ্তর জানিয়েছে, “আজ থেকে ওমানি ও প্রবাসীদের করোনা টিকা প্রদানের লক্ষ্যে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম।
টিকাদান কেন্দ্রগুলো হলো: প্রবাসীদের জন্য হায় আল জামেয়া স্বাস্থ্য কেন্দ্র, আল খয়ের উত্তর স্বাস্থ্য কেন্দ্র, রুই স্বাস্থ্য কেন্দ্র, মাস্কাট স্বাস্থ্য কেন্দ্র, আল আমরাত স্বাস্থ্য কেন্দ্র এবং ওমানীদের জন্য আল সাহেল স্বাস্থ্য কেন্দ্র।
প্রবাসী ও ওমানি নাগরিক যারা টিকা গ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে দ্রুত তারাসুদ অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধ করতে বলা হয়েছে। এছাড়াও www.moh.gov .om.covid19 এই ঠিকানাতে যেয়েও টিকা নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post