ওমানের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গত ২৯ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উত্তর আল বাতিনার শিনাস, সাহাম, লিওয়া, সোহার, সুইক এবং আল খাবুরা এলাকায় বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় গণমাধ্যম।
ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বেশকিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। মুসান্দাম, খাসাব এলাকায় প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। এছাড়াও আল দাখিলিয়াহ প্রদেশের বাহলা, সামাইল, নেজুয়া, ইজকি এবং আল হামরা এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এদিকে, দক্ষিণ আল বাতিনা প্রদেশের আল আওয়াবি, রুস্তাক, বারকা এবং মুসান্নাহ এলাকায় বজ্রপাতের খবর পাওয়া গেছে। উত্তর আশ শারকিয়ার আল মুদাইবি, দিমা ওয়াতাইন, ইবরা এবং আল কাবিল এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী মাস্কাটের কোরিয়াত, মাতরাহ ও আল সিবেও ব্যাপক বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
এক বিবৃতিতে দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন ৩৫ মিলিমিটার থেকে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও দেশের বেশ কয়েকটি এলাকায় মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) ভারী বৃষ্টিপাতের তিনটি আবহাওয়া সতর্কতা জারি করেছে, মানুষকে বজ্রপাতের সময় সতর্কতা অবলম্বন করতে, উপত্যকা অতিক্রম না করার, নিচু স্থান এড়াতে এবং সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, বঙ্গোপসাগরের দক্ষিণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে। এর প্রভাবে রোববার নাগাদ বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
বৃহস্পতিবার সকালে তিনি বলেন, লঘুচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নেবে। সেটি থেকে একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। এখনও এর গতিপথ সম্পর্কে বলা যাচ্ছে না। তবে এর কিছুটা প্রভাব বাংলাদেশে পড়বে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post