মহামারি করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে উদ্বিগ্ন গোটাবিশ্বের মানুষ। কীভাবে এই মহামারি থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে চলছে নানা গবেষণা। মধ্যপ্রাচ্যের দেশ ওমানও এই উদ্বিগ্নের বাহিরে নয়। দেশটিতে বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের হার শূন্যের কোটায় কিন্তু নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
নতুন সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাসহ ৭ টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত নাগরিকদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ওমান সরকার।
এরই মধ্যে দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছে এমন গুজব ছড়িয়ে পরছে। এমতাবস্থায় স্বস্তির খবর প্রকাশ করেছে দেশটির রয়্যাল হাসপাতাল। এখন পর্যন্ত দেশটিতে নতুন ভ্যারিয়েন্টের কোনো রোগী সংক্রমণ হয় নি ওমানে এমন তথ্য নিশ্চিত করেছে রয়্যাল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও ইনফেকশন ডিজিজেস বিভাগের প্রধান।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে এখন পর্যন্ত ওমানে কেউ সংক্রমিত হয়নি। তাই কোনো ধরণের গুজবে নাগরিক ও প্রবাসীদের কান না দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, “নতুন ভেরিয়েন্ট সনাক্ত করার জন্য পিসিআর পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ এটি ওমিক্রন ভেরিয়েন্ট সনাক্ত করতে সক্ষম। নতুন ভেরিয়েন্টের বিস্তার সীমিত করার জন্য সকল দেশে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমানও নিজেদের দেশে সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করা যাচ্ছে ওমান নিজ দেশে সংক্রমণ ঠেকাতে সফল হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post