কাতারে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করলেন মহামান্য সুলতান হাইথাম বিন তারিক। দেশটির রাজধানী দোহায় সুলতান হাইতাম বিন তারিককে বিদায় জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিদায়ী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,
কাতারের ডেপুটি আমির শেখ আবদুল্লাহ বিন হামাদ আল থানি, কাতারের আমিরের ব্যক্তিগত উপদেষ্টা শেখ জসিম বিন হামাদ আল থানি, শেখ খলিফা বিন হামাদ আল থানি, আবদুল্লাহ বিন খলিফা আল আতিয়াহ, প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান আল থানি, আমিরি দেওয়ানের প্রধান এবং ওমানের কাতারের রাষ্ট্রদূত শেখ জসিম বিন আবদুল রহমান। ।
আতিথেয়তার জন্য কাতারের আমির তামিম বিন হামাদ আল থানিকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ওমানের সুলতান। দুই দেশের সম্পর্ক আরো উন্নয়নে এই সফর অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুলতান। তিনি শেখ তামিমের সুস্বাস্থ্যও দীর্ঘায়ু কামান করেছেন এবং শেখ তামিমের বিজ্ঞ নেতৃত্বে কাতারের জনগণ আরো উন্নয়ন করবে বলে মনে করেন তিনি।
রাষ্ট্রীয় এই সফরে সুলতানের সাথে আরো ছিলেন, প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী, সাইয়্যেদ শিহাব বিন তারিক আল সাইদ, মন্ত্রী সৈয়দ খালিদ বিন হিলাল আল বুসাইদি, সুলতান বিন মোহাম্মদ আল নুমানি, পররাষ্ট্রমন্ত্রী, সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি, অর্থমন্ত্রী, সুলতান বিন সালিম আল হাবসিসহ আরো অনেকে।
এক বিবৃতিতে ওমান নিউজ এজেন্সি (ওএনএ) জানিয়েছে, “কাতারের রাজধানী দোহায় এই সৌজন্য সাক্ষাতের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা অর্জনে বিভিন্ন সমর্থন ও উন্নয়নের দুই দেশ সর্বদা কাজ করবে বলে মত প্রকাশ করেছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post