গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত টানা সাতদিন যৌথ অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি সরকার। বিভিন্ন আইন লঙ্ঘন করায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে সৌদি গেজেট। রোববার (৭ নভেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়,
সৌদির নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের মধ্যে ৭ হাজার ২৯২ জনকে আবাসন আইন লঙ্ঘন, ৬ হাজার ৩৭৩ জনকে সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং এক হাজার ৭৩৪ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়াও আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের সহায়তা দেওয়ার জন্য ১৭ জন, সীমান্ত অতিক্রমের দায়ে ২৭৮ জনকে আটক করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, আইনভঙ্গের অভিযোগে ৮৮ হাজার ২৯ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাস থেকে বৈধ ভ্রমণ নথি সংগ্রহ করতে বলা হয়েছে। আর ১০ হাজার ১৭ জনকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post