বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় টি-টোয়েন্টি শনিবার ঢাকায় শের-ই-বাংলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছে পাকিস্তান। সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে আছে এবং সিরিজে জয়ও দাবি করছে পাকিস্তান ।
১০৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান ১৮.১ ওভারে দুই উইকেটে ১০৯ রানে ঝকঝকে অপরাজিত এক ইনিংস খেলেন ফখর জামান (৫১ বলে ৫৭ রানের) । ওপেনার মোহাম্মদ রিজওয়ানও ৪৫ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন, অধিনায়ক বাবর আজমকে হারানোর পরেও তারা দলকে ভালো শুরু এনে দেয় ।
এর আগে, বাংলাদেশ ২০ ওভারে সাত উইকেটে ১০৮ রান করে, নাজমুল হোসেন ৩৪ বলে ৪০ রান করে সর্বোচ্চ স্কোর করেন। এদিকে শাহীন শাহ আফ্রিদি এবং শাদাব খান দুর্দান্ত বোলিং ফর্মে ছিলেন, দুটি করে উইকেট নেন। (স্কোরকার্ড)
স্বাগতিক বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতেও পরাজয়ের মুখ দেখেছিল, কারণ পাকিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের দুর্দান্ত রান অব্যাহত রেখেছে। টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং টপ অর্ডার স্কোর করতে ব্যর্থ হয় । আফিফ হোসেন (৩৬), নুরুল হাসান (২৮), এবং মাহেদী হাসান (৩০) কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বাংলাদেশকে বোর্ডে খেলার মতো কিছু উপহার দেন।
হাসান আলি পাকিস্তানের হয়ে বল হাতে জয়ের নায়ক ছিলেন, তার চার ওভারে মাত্র ২২ রানে তিন উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২ টি এবং মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান ১ টি করে উইকেট নেন। ব্যাটারদের জন্য খেলা সেট করার জন্য এটি ছিল পাকিস্তানের একটি সম্পূর্ণ বোলিং প্রচেষ্টা। মাত্র ১০৮/৭ রান করতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post