ওমানের করোনা বিস্তার প্রতিরোধে দেশটির সকল স্কুলে ৫১তম জাতীয় দিবস উদযাপন বাতিল করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৬-নভেম্বর) এক বিবৃতিতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “বর্তমানে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।
কিন্তু এই ভাইরাসের সংক্রমণের হার যেকোনো সময় বেড়ে যেতে পারে। তাই আমাদের সকলকে সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। করোনা সতর্কতায় দেশের সকল স্কুলে ৫১তম জাতীয় দিবস উদযাপন বাতিল ঘোষণা করেছে সরকার।”
মন্ত্রণালয় আরো জানিয়েছে, “দেশে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখার জন্যই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আশা করা যাচ্ছে ওমান দ্রুত করোনা সংক্রমণের হার শূণ্যের কোটায় নিয়ে আসতে পারবে। বিবৃতিতে দেশটির সকল শিক্ষার্থীদের সমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post