প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মোট ১৮ দফা দাবী নিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন সৌদি প্রবাসীরা। সম্প্রতি সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হাতে এই স্মারকলিপি দেন হাইল, সৌদি আরব আওয়ামী পরিবার। রাষ্ট্রদূতের কাছে দেওয়া দাবি গুলোর মধ্যে রয়েছে:
১. প্রবাসীদের ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) দ্রুত দেওয়ার ব্যবস্থা। কেননা বাংলাদেশসহ প্রবাসে যেকোনো সরকারি কাজ করার জন্য এ কার্ড আবশ্যক।
২. মৃত প্রবাসী পরিবারকে ‘প্রবাসী কল্যাণ ফান্ড’ থেকে সরকারিভাবে মাত্র ৩ লাখ ৩৬ হাজার টাকা অনুদান দেওয়া হয়, যা বর্তমান সময়ে খুবই সামান্য, এটি বৃদ্ধি করে ১০ লাখ টাকা উন্নীত করা।
৩. রেমিট্যান্স পাঠানোর ওপর ভিত্তি করে প্রবাসী পেনশন স্কিম চালু করা।
৪. স্বাস্থ্যবীমা (মেডিকেল ইনস্যুরেন্স) নিশ্চিত করে প্রবাসে এবং দেশে স্বল্প খরচে ভালো মানের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা।
৫. দেশে সরকারিভাবে প্রতিটি জেলায় এবং উপজেলায় প্রবাসী হাসপাতাল তৈরি করা।
৬. প্রবাস থেকে দেশে ফেরত কর্মীদের স্বল্প সময়ের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা।
৭. নারী কর্মীদের বিদেশে পাঠানোর জন্য এজেন্সিগুলোর নির্ধারিত বয়স ও তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কিনা তা অভিজ্ঞ, সৎ অফিসার দিয়ে তদারকি করা। গাফিলতি থাকলে এজেন্সির বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া।
৮. প্রবাসে অসহায় নারী শ্রমিকদের জন্য দূতাবাসের আশ্রয় কেন্দ্রে সুযোগ–সুবিধা বৃদ্ধি করে, তাদের অল্প সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা।
৯. প্রবাসী শ্রমিকদের মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সরকারিভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া।
১০. প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দূতাবাসের আইনি পরামর্শ ও সহায়তা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা।
১১. পাসপোর্ট নবায়নে আগের মতো দূতাবাসে কনস্যুলার সেবা চালু করা, প্রবাসী সেবাকেন্দ্রগুলোর সেবার মান বাড়ানোর ব্যাপারে দূতাবাসের কর্মকর্তাদের দিয়ে দৈনিক মনিটরিং করা।
১২. প্রবাসফেরত পরিবারের সন্তানদের দেশের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবাসী কোটাভিত্তিক ভর্তির ব্যবস্থা চালু করা।
১৩. বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা।
১৪. বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।
১৫. বাংলাদেশ বিমানের টিকিট ও লাগেজ সিন্ডিকেটদের মাধ্যমে প্রবাসী যাত্রী হয়রানি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং সপ্তাহে অন্তত একটি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর ব্যবস্থা করা।
১৬. সৌদি আরবের হাইলে অঞ্চলে বাংলাদেশের যেকোনো একটি ব্যাংকের শাখা চালু করা।
১৭. সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে যারা কটূক্তি করেন তাদের আইনের আওতায় নিয়ে আসা।
১৮. বাংলাদেশে সরকারি ইপিজেডগুলোতে প্রবাসীদের ব্যবসার সুবিধার মাধ্যমে বিনিয়োগের ব্যবস্থা করা।
উল্লেখ্য: দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইতিপূর্বেও বিভিন্ন দাবী দাওয়া তোলা হলেও তা বাস্তবায়ন না হওয়াতে হতাশা ব্যক্ত করেছেন প্রবাসীরা। উপরে উল্লেখিত দাবী গুলো বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post