পাচারকারীদের খপ্পরে পড়ে একদিকে নির্যাতন অন্যদিকে সর্বস্বান্ত হচ্ছে বিদেশগামীদের পরিবার। সারাদেশ থেকে পাচারের জন্য রাজধানীতে আনা হচ্ছে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের। বিদেশে পাঠানোর আগে তাদের নেয়া হয় ‘সেইফ হাউজে’। সেখানেই চলে নির্যাতন।
রাজধানীতে এমন নয়টি কথিত সেইফ হাউজের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এগুলো উত্তরা, খিলক্ষেত, পল্লবী, দক্ষিণখান, দারুসসালাম, রমনা, মতিঝিল, সদরঘাট ও তেজগাঁওয় এলাকায় অবস্থিত। এখানে আটকে রেখে নির্যাতন চলে বিদেশগামী নারী পুরুষদের ওপর। পাচারকারীদের ফাঁদে পা দেওয়া নারীরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। এসব সেইফ হাউজ থেকে সম্প্রতি ২৩ জন নারীকে উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন-র্যাব।
অনুসন্ধানে দেখা যায়, সেইফ হাউজগুলো ভাড়া করা হচ্ছে মানবপাচার সিন্ডিকেটের পরিচিত কারও মাধ্যমে। বিদেশ যেতে আগ্রহীদের একটি রুমে রাখা হয় গাদাগাদি করে। বলা হয়, বিদেশ যাওয়ার জন্য আরও কিছু কাজ বাকি রয়েছে। এ জন্য কয়েকদিন এখানে থাকতে হবে।
র্যাব বলছে, মানবপাচার চক্র দল ভারী করতে গ্রামের নারীদের টার্গেট করছে। বিশেষ করে অসচ্ছল, বিধবা ও উচ্চাকাঙ্ক্ষীরা তাদের নজরে থাকে। ‘বিদেশ যেতে টাকা লাগবে না’, ‘মোটা অঙ্কের চাকরি’ এসব প্রলোভন দেখানো হয় তাদের।
এরপর বিদেশ যাওয়ার বিভিন্ন প্রক্রিয়ার খরচ দালালচক্রই বহন করে। পাসপোর্ট, মেডিক্যাল, বিএমইটি কার্ড করে দিতেও সিন্ডিকেটের সদস্যরা সক্রিয়। এসব করার সময়ই বিদেশগামী নারীদের আটকে রাখা হয় সেইফ হাউজগুলোতে।
সেইফ হাউজে রাখার পর কোনও নারী যদি বিদেশে যেতে না চায় বা চাহিদামতো কাজে রাজি না হয় তখন নেমে আসে নির্যাতনের খড়গ। দেওয়া হয় ইলেকট্রিক শকও। অপারগতা প্রকাশ করা সেই নারীকে বলা হয়, বিদেশ পাঠানোর প্রক্রিয়ায় দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়েছে।
বিদেশ না গেলে সেটা ফেরত দিতে হবে। সম্প্রতি জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ভয়ঙ্কর ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। বাংলাদেশের মতো গরীব দেশগুলো থেকে লোক নিয়ে সেখানে হত্যা করে কিডনি, লিভার, যকৃত ও চোখ বের করে নেয়া হয়।
এছাড়া সুন্দরি নারীদের বিভিন্ন ডান্সবারে পাঠায় পাচারকারী চক্র। এসব নারী-পুরুষ আর কখনোই দেশের মুখ দেখতে পায় না। বিদেশেই সাঙ্গ হয় তাদের জীবনলীলা। এই অবস্থায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও অভিবাসন বিশেষজ্ঞরা।
https://www.youtube.com/watch?v=pDto0NEXtNo
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post