মালয়েশিয়ায় কয়েক হাজার শ্রমিককে ভুয়া ভিসা করিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে শহীদুল ইসলাম বাবুল নামের এক প্রবাসী ও তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।
অভিযোগ রয়েছে, মালয়েশিয়ার কয়েকজন দুর্নীতিপরায়ণ ইমিগ্রেশন কর্মকর্তার সহযোগিতায় হ্যাকিংয়ের মাধ্যমে রিপ্লেসমেন্ট ভিসা করে দিয়েছেন বাবুল। দেশটির রাজধানী কুয়ালালামপুরে তার কার্যালয়ে ভিসা কার্যক্রম চলেছে গত বছরের শেষ দিক থেকে।মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের বিশেষ শাখার পুলিশ গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বিশেষ অভিযানে কুয়ালালামপুরের নিজ বাসা থেকে স্ত্রীসহ আটক করা হয় তাকে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বর্ণনায় জানা যায়, প্রতিটি ভিসার জন্য ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বাবুল। ভিসা করার পর নিয়েছেন আরও দেড় হাজার রিঙ্গিত বা ৩০ হাজার টাকা।জানা গেছে, কুমিল্লা প্রবাসী শহীদুল ইসলাম বাবুল ও তার স্ত্রী নিলিমা ইসলাম দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে বিশাল অর্থের মালিক হয়েছেন। কুয়ালালামপুরে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারা।
বিবৃতিতে আরও বলা হয়, এ কাজে সহযোগিতার জন্য ৪৪ বছর বয়সী তার ইন্দোনেশিয়ান স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রীর কাছ থেকে মালয়েশিয়ান ১ লাখ ৬২ হাজার ৭৭ রিঙ্গিত উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ৩২ লাখেরও বেশি।পরে ওই যুবক ও তার স্ত্রীকে অভিবাসন আইনের অধীনে গ্রেফতার দেখিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post