সোনার হরিণের আশায় তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন সিলেটের জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি গত ৪ আগস্ট তুরস্ক থেকে গ্রিসে উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার খোঁজ মিলছে না। এতে দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার ও স্বজনরা।
জানা গেছে, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম দীর্ঘ ১৫ বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বসবাস করছিলেন। পরে বছরখানেক আগে এক দালালের খপ্পরে পড়ে ইউরোপের দেশ পোল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। প্রথমে বাহরাইন থেকে পাড়ি জমান তুরস্কে।
তুরস্কে এক মাস থাকার পর পোল্যান্ডে যাওয়া যাবে দালাল এমন আশ্বাস দিলেও দীর্ঘ এক বছরেও পোল্যান্ডে না যেতে পেরে অবশেষে বাধ্য হয়ে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সিদ্ধান্ত নেন জহিরুল। এরপর গেল ৪ আগস্ট আরেক দালালের সঙ্গে আড়াই লাখ টাকা চুক্তি করে রওনা দেন গ্রিসের উদ্দেশ্যে।
একসঙ্গে ২৬ জন বাংলাদেশি টানা দুই দিন পায়ে হেঁটে গ্রিসে প্রবেশকালে জহিরুল ক্লান্ত অবস্থায় দলচ্যুত হয়ে পড়ে। বাকি ২৫ জনকে গ্রিক সীমান্তরক্ষীরা আটক করে তুরস্কে পুশব্যাক করে। তখন থেকে জহিরুল নিখোঁজ। তিনি কোথায় আছেন তা কেউ জানেন না। তার খোঁজ পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন জহিরুলের পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post