ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক প্রবাসীকে ছয়মাসের কারাদন্ড এবং ৫০০ ওমানি রিয়াল জরিমানা ও আজীবনের জন্য ওমান ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছেন দেশটির ভ্রাম্যমাণ আদালত। এক বিবৃতিতে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিপিএ) জানিয়েছে, “বারকা এলাকায় সম্প্রতি ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক প্রবাসীকে কারাদণ্ড, জরিমানা এবং আজীবনের জন্য ওমান ছেড়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে।”
অভিযোগ রয়েছে বারকা এলাকায় অভিযুক্ত প্রবাসীর সাথে এক ব্যক্তি তার নিজের বাড়ী মেরামতের জন্য ১৪শ ওমানি রিয়াল চুক্তি করে। কিন্তু সেই প্রবাসী চুক্তি মোতাবেক কাজ সম্পূর্ণ করেনি। এমনকি উক্ত গ্রাহকের টাকাও ফেরত দেয়নি।
পরবর্তীতে তার বিরুদ্ধে চুক্তি না মানা ও গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। পরে কর্তৃপক্ষ সেই অভিযোগের ভিত্তিতে ঐ প্রবাসীকে আটক করে আদালতে হাজির করলে আদালত তার বিরুদ্ধে এই রায় প্রদান করেন। তবে ওই প্রবাসী কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
এদিকে আজ অপর এক বিবৃতিতে ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সমগ্র ওমানের বাজার মনিটরিং করতে সর্বদা সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। ওমানের বাজার নিরীক্ষণের জন্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তারও ব্যবহার করা হচ্ছে। পাইকারি এবং খুচরা বিক্রেতাদের এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় কাজ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় ওমানের আইন মেনে সবাইকে ব্যবসা পরিচালনার অনুরোধ জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post