ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাত ল্যান্ড করে একটি ওমান এয়ারের আকাশযান। বিমানবন্দরে অবতরণের সাথেসাথে নিরাপত্তা কর্মীরা ঘিরে ফেলেন এয়ারক্রাফটটিকে। সাথেসাথে শুরু হয় নিরাপত্তা তল্লাশি। একে একে বিমানে প্রবেশ করেন বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা।
ঘটনাস্থলে আসে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়ি। যাত্রীদের উদ্ধারে আসে মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স। গুরুতর আহত দুইজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আতঙ্কিত হওয়ার কারণ নেই। ওপরের পুরো ঘটনাই ছিল মহড়া। মাস্কাট এয়ারপোর্টে বিমান দুর্ঘটনা মোকাবিলার এই অনুশীলন আয়োজন করেন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে ব্যাপক তৎপরতায় পুরো অনুশীলন চলে দুপুর পর্যন্ত।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দরকে আরো কার্যকর ভূমিকা রাখতে এমন জরুরী মহড়ার আয়োজন করা হয়েছে। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এই মহড়ায় সার্বিক সহযোগীতা করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। এছাড়াও বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ, ওমান এয়ার ও ট্রান্সকম হ্যান্ডলিং কর্তৃপক্ষ।”
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি দুই বছরে একবার জরুরি দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী এটি অনুষ্ঠিত হলো। সেইসাথে দুর্ঘটনা ঘটলে যেন সবাই সমন্বিতভাবে উদ্ধার কাজ করতে পারেন এজন্যই এমন মহড়া করা হয়ে থাকে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post