বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৭৮টি মিশনে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কাজের তদারকি করতে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যেই রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাজের তদারকি ও মূল্যায়নে ‘ইন্সপেক্টর জেনারেল অ্যাম্বেসিস’ পদে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ এক কূটনীতিককে।
সর্বশেষ ফিলিপাইনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আসাদ আলম সিয়ামকে এ পদে বসানো হয়েছে।
রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘চিফ অব প্রটোকল’ কর্মকর্তা ছিলেন। এখন তিনি রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাজের দেখভাল করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কূটনীতিকদের কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এজন্য নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ। সবাইকে তদারকির আওতায় আনা হচ্ছে। দূতদের অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির ওপর গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হচ্ছে। কেউ বসে থাকতে পারবেন না, সবাইকে কাজ করতে হবে।
রাষ্ট্রদূতদের কাজের তদারকি ও মূল্যায়নের উদ্যোগ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা যেসব দেশে দায়িত্ব পালন করেন তারা সেসব দেশে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন, সরকারের বক্তব্য তুলে ধরেন।
ওই দেশের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন সুযোগ-সুবিধার উন্নয়ন ঘটান। তাদের এখন চ্যালেঞ্জ নিতে হবে। সবাইকে শ্রম দিতে হবে, বসে থাকা যাবে না। তারা কী কী সার্ভিস দিচ্ছেন তা দেখভালের জন্য ইন্সপেক্টর জেনারেল অ্যাম্বেসিস পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি এগুলো দেখবেন।’ এদিকে মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রদূতরা। তারা বলছেন, মূল্যায়ন ও তদারকি একসঙ্গে হলে কাজের মান আরও ভালো হবে, অনুপ্রেরণাও পাওয়া যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post