ওমানের আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকা ও উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। শনিবার এক বিবৃতিতে ওমানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “গতকাল থেকে দেশটির উপকূলীয় অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এছাড়াও আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকায় আজ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশটির অন্যান্য অঞ্চলের আকাশ পরিষ্কার থাকায় এই দুটি অঞ্চল ব্যতীত বাকিসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
এদিকে আজ রাতে ঢাকাসহ ছয় বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ অক্টোবর) রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ রাতে বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগামী দুই দিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। তবে পাঁচ দিনের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ৯ মিলিমিটার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post