ওমানের দুকমের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের(সেজাদ) বহুমুখী ফিশিং বন্দরের কাজ শেষ হয়েছে। ওমান সংবাদ সংস্থা জানিয়েছে,” ওমানের মৎস্য ব্যবসার উন্নয়নে দেশটির দুকমে বহুমুখী ফিশিং বন্দর তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। আশা করা যাচ্ছে ওমানি ইনভেস্টমেন্ট অথরিটির কোম্পানিগুলির নেতৃত্বে খুব-দ্রুত এই বন্দরটিকে কনসোর্টিয়ামের কাছে হস্তান্তর করা হবে।
দুকমে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ পরিচালনার দায়িত্বে থাকা প্রকৌশলী ইয়াহইয়া বিন খামিস আল জাডজালি বলেন, “বন্দরটি ওমানের মৎস্য খাতকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করা যাচ্ছে এই বন্দরের মাধ্যমে দেশে মৎস্য বিভাগ সবচেয়ে বেশি উপকৃত হবে। বন্দরের অতিরিক্ত অংশ পর্যটনের উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post