পর্দা উঠলো বিশ্বকাপের, টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শুরুতেই অবশ্য একটা ‘জয়’ পেয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে টসে জিতেছেন তিনি, নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন, এর জবাবে অধিনায়ক রিয়াদ জানান, মূলত সন্ধ্যায় শিশির-নিয়ামকের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, ‘দেখে ভালো উইকেট মনে হচ্ছে। অনেক রান হবে। কিন্তু আমরা এই ম্যাচে রান তাড়া করতে চাই, এর কারণ হচ্ছে শিশির।’
সে ভাবনা স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজারের মগজেও আছে। তবে আগে ব্যাট করাতেও খুব একটা সমস্যা নেই তার, বরং একটা সুবিধাও দেখলেন তিনি। বললেন, ‘যাই হোক, আমরা খুশি। শুরুতে ব্যাট করতে পেরে আনন্দিত। কারণ আপনি স্কোরবোর্ডে রান জমা করতে পারবেন, দ্বিতীয়ার্ধে যা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে।’
তবে শেষ অর্ধে যে শিশিরও একটা অসুবিধা হয়ে যাবে, সেটাও ভুলে যাচ্ছেন না তিনি। বললেন, ‘শেষ দিকে কিছুটা শিশির একটা নিয়ামক হয়ে দাঁড়াতে পারে, তবে সেটাকে আমাদের ভালোভাবেই সামলাতে হবে।’
এদিকে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসরে উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ধসিয়ে দিয়েছে ওমান। আজ খেলা শুরুর আগে অধিনায়ক জিশান মাকসুদ টসের সময় যেসব কথা বলেছিলেন, ম্যাচে যেন অক্ষরে অক্ষরে ফলে গেল সেসব।
বোলারদের সম্মিলিত চেষ্টায় ওমান অল্প রানে পাপুয়া নিউ গিনিকে আটকে মঞ্চটা গড়ে রেখেছিল। এরপর ব্যাটাররা সে মঞ্চে স্রেফ ধসিয়ে দিলেন প্রতিপক্ষকে। সবকিছুর মিশেলে বিশ্বকাপের শুরুর ম্যাচে ১০ উইকেটের দাপুটে এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানানোর সময় বলেছিলেন খটখটে শুকনো উইকেটে স্পিনারদের কাজে লাগাতে চান তিনি। সন্ধ্যার দিকের ব্যাটিং সহায়ক আবহাওয়ারও। অধিনায়কের রেসিপি অক্ষরে অক্ষরেই মেনেছে তার দল।
আজ ১৪ বছর পর ওই রেকর্ডে ভাগ বসালেন জিশান। তিনি সাজঘরে ফিরিয়ে দিয়েছেন সাসু বাবু, নরমান ভানুয়া, কিপলিন দরিগা ও ডেমিয়েন রাবুকে। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন জিশান। তবু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনিকে অলআউট করতে পারেনি ওমান। আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৯ রান করেছে তারা। পরে ওই লক্ষ্য অবশ্য কোনো উইকেট না হারিয়েই টপকে গেছে স্বাগতিকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post